সোনারগাঁও দর্পণ :
ধর্মীয় মূল্যবোধ বিকাশে শহিদ জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও যুব পরিবারের ব্যানারে শনিবার (২৯ মার্চ) বিকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি আব্দুল লতিফ মোজাফ্ফর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।
বরুমদি এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ওয়াকিল উদ্দিন ভুইয়া উকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহ্ববায়ক হাফেজ মাওলানা জাকারিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে শহিদ জিয়াউর রহমানের জীবদ্দশায় মানুষের জীবনে ইসলামের বিভিন্ন আদেশ-নিষেধ প্রতিষ্ঠিত করার বিষয়ে বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি খালেদা জিয়ার পরিপূর্ণ রোগ মুক্তি লাভে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে পাঁচশতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন বয়স ও শ্রেণির নানা পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Post a Comment