সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে রাজন (৩৫) ও আনোয়ার ৩৪) নামে ডাকাত দলের ২ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে পৌর এলাকার ত্রিবর্দী (টিপরদী) গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ৪ টা সিএনজি ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত রাজন ও আনোয়ার ছোট সাদিপুর গ্রামের হরমুজের ছেলে ডাকাত পায়েল গ্রুপে কাজ করে। আজও পায়েলের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।
সোনারগাঁ ও থানায় এদের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মফিজ উদিন জানান, সকালে আইনি প্রতিক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
Post a Comment