সোনারগাঁও দর্পণ :
আরবি ১৪৪৬ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ইসলামী শরীয়াহ মোতাবেক রবিবার (৩০ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবে অবস্থানরত সোনারগাঁও দর্পণ’র একাধিক পাঠক শরিবার (২৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট) ফোন করে এ খবর নিশ্চিত করেছে। এছাড়া তারা দেশটির বিভিন্ন অনলাইন পোর্টাল ও টেলিভিশনের সংবাদে এ সংশ্লিষ্ট প্রকাশিত ও প্রচারিত সংবাদেরও বরাতের কথা উল্লেখ করেছেন।
এছাড়াও তারা জানায়, ঈদের চাঁদ দেখা সংক্রান্ত সৌদি আরবের সুপ্রিম কোর্টের কমিটি মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ফেসবুক পেইজ ইনসাইড দ্যা হারামাইন এ সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য তাদের পেজে দিয়েছেন।
চাঁদ দেখার আগে সুদাইরে প্রধান জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-খুদাইরির বরাত দিয়ে পেজটিতে বলা হয়েছে, "আজ, শনিবার, সুদাইরে মানমন্দির সাইটে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬:১২ মিনিটে, এবং অর্ধচন্দ্র অস্ত যাবে এর ৮ মিনিট পরে। দৃশ্যমানতার সময়কাল কম হোক বা দীর্ঘ, আকাশ পরিষ্কার থাকলে অর্ধচন্দ্র দেখা সম্ভব।"
এদিকে, মধ্যপ্রাচ্য মাধ্যম গণমাধ্যম গাল্ফ নিউজ এবং কালিজ টাইমস এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারা সৌদি আরবে রবিবার পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানায়।
সে হিসেবে, বাংলাদেশে সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও যেহেতু এটি সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপরই নির্ভরশীল।
এদিকে, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখতে বসার কথা রয়েছে।
Post a Comment