সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে অজ্ঞাত এক মহিলার খন্ডিত দেহের অংশবিশেষ (বেশ কিছু খন্ডিত অংশ) উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের দড়িকান্দি জাইদেরগাঁও এলাকা থেকে অংশগুলো উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
পরে বিভিন্ন যানবাহন চলাচলের কারণে মরদেহটি সড়কের সাথে পিষে গেছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন নারী।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কে মানুষের কিছু অংশ পরে থাকতে দেখে স্থানীয়রা ফোনে জানায়। পরে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে।
Post a Comment