Best Viral Premium Blogger Templates

সোনারগাঁওয়ে করোনায় নতুন আক্রান্ত ৫০, মারা গেছেন ২ জন

Tuesday, August 3, 2021 | August 03, 2021 WIB Last Updated 2021-08-03T14:22:19Z


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে নতুন করে আরও ৫০ জন করোনা সনাক্ত হয়েছে। মারাগেছেন ২ জন। তবে, মৃতরা গত ২৮ ও ২৯ চিকিৎসাধীন অবস্থায় পৃথক হাসপাতালে মারা যান। 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, সর্বশেষ প্রাপ্ত ৭৯ জনের মধ্যে ৫০ জনের রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ এসেছে। আর করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি যাদের শরীরে এমন প্রতিবেদন এসেছে ২৯ জনের। 

অপরদিকে, বৈদ্যের বাজার ইউনিয়নের দামোদরদী এলাকার ১৯ বছর বয়সী ১ জন যুবক


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জুলাই রাত ৮ টায় মারা যান। এছাড়া, আমিনপুরের অর্জুনদির ৭২ বছর বয়সী অপর এক পুরুষ নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সোনারগাঁও উপজেলায় করোনায় এ পর্যন্ত মোট ১ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। আর সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৩৯ জন।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সোনারগাঁওয়ে করোনায় নতুন আক্রান্ত ৫০, মারা গেছেন ২ জন

Trending Now

Advertisement