সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৪জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী বাসস্ট্যান্ডের অদুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছিনতাইকারীরা নারায়ণগঞ্জ থ ১১-৫২২৩ নাম্বারের একটি সিএনজি দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এ সময় রবি নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটককৃত রবি উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে।
অপরদিকে, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে শাহপরান চিকিৎসা নিয়েছে বলে সোনারগাঁও দর্পণের একটি সূত্র জানিয়েছে।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা রবিকে পুলিশে সোপর্দ করে। পরে সোনারগাঁও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুণ নেভায়।

Post a Comment