Halloween Costume ideas 2015

অনৈতিক কাজে শিশুর বাজে ভঙ্গি প্রদর্শন, পাল্টা-পাল্টি মারধর


সোনারগাঁও দর্পণ :

অনৈতিক কাজ দেখে শিশু বাজে অঙ্গভঙ্গি করায় শিশুকে শারিরিক নির্যাতন করায় শিশুকে মারধরের প্রতিবাদ করতে এসে বিবাদে জড়িয়েছে দুটি গ্রুপ। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও উপজেলা কমপ্লেক্সের অফিসার্স ক্লাবের সামনে মারধরের এ ঘটনা ঘটে।

মারধরের সময় পৌর যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টুর উপস্থিতি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়ভাবে মুহুর্তেই ভাইরাল হয়। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ঘনিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা কমপ্লেক্সের অফিসার্স ক্লাবের পিছনে এক যুবক অপর এক যুবতির সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টার সময় সাাইদ (১৩) নামে এক শিশু দেখে ফেলে। মুহুর্তেই শিশুটি অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় উদ্যত যুবক-যুবতীকে উদ্দেশ্য করে বাজে অঙ্গ-ভঙ্গি করে। এ সময় যুবতীটি দৌড়ে স্থান ত্যাগ করে। এতে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় উদ্যত পৌরসভার দৌলেরবাগ এলাকার যুবকটি শিশুটির কাছে আসে এবং ওই যুবকের সাথে থাকা আরও দুই জনসহ মোট তিনজন মিলে শিশুটিকে চর-থাপ্পর দেয়। শিশুটি বাড়ি গিয়ে পুরো ঘটনাটি তার বাবা রাসেলকে জানায়। 

এদিকে, শিশুটির বাবা রাসেল স্থানীয় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টুর ছোট ভাই রনিকে ঘটনাটি জানায়। রনি তার দল-বল নিয়ে রাসেলের সাথে ঘটনাস্থলে গেলে শিশুকে শারীরিক নির্যাতনের কারণ জানতে চাইলে রনিকেও শারীরিকভাবে লাঞ্চিত করে বলে সূত্রটি দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতিতে জড়িয়ে পরে। ঘটনাটি পাশ থাকা পৌর বিএনপি নেতা সেন্টু জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুই পক্ষকে ছাড়ানোর চেষ্টা করে। 

অপরদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পরা ভিডিওতে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টুর উপস্থিতি দেখতে পেয়ে পরিচিত নেটিজনরা সেন্টুকে শনাক্ত করে তা ছড়িয়ে দেয়। আর এতেই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়, যা অব্যাহত।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget