সোনারগাঁও দর্পণ :
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৪ গ্রামবাসীকে কুপিয়ে রক্তাক্ত আহত করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের কাফরদী তবল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
সন্ত্রাসীদের হামলায় আহতদের মধ্যে জাহাঙ্গীর, মহাসিন ও শাহজালালকে মূমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর ও মহাসিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁও থানার তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী তবল পাড়া গ্রামের অপ্রতিরোধ্য (অপ্রতিরোধ্য-প্রকাশ্যে মাদক বিক্রি করায় কোন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কিছুই করতে পারেনা এবং পারবেওনা বলে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা করে। একাধিকবার থানা পুলিশ কয়েকজন মাদক কারবারীকে আটক করলে সস্ত্রাসী হামলা করে হেন্ড কাপসহ ছাড়িয়ে নিয়ে যায়। এরপর থেকে প্রশাসন নিরব) মাদক ব্যবসায়ী আফজালের ছেলে শাওন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অটো চালক জাহাঙ্গীরের এক যাত্রীর কাছ থেকে দুপুর আনুমাবিক আড়াইটার দিকে টাকা ও মোবাইল নিয়ে যায়। জাহাঙ্গীর এর প্রতিবাদ করলে তাকে কুপিয়ে রক্তাক্ত আহত করে। পরে তার ভাই মহাসিন বিষয়টি জানতে পেরে তার কয়েকজন গ্রামবাসীকে নিয়ে প্রতিবাদ করলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত আহত করে। পরে তাদের একই এলাকার আত্মীয় শুক্কুরের ছেলে শাজজালাল আফজাল গ্রুপের কাছে কুপিয়ে আহত করার কারণ জানতে চাইতে গেলে তাকেও ধাঁরালো ছুরির আঁঘাতে রক্তাক্ত আহত করে।
এ বিষয়ে সোনারগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খানের সাথে কথা হলে বলেন, আমি গতকাল বিশেষ কাজে থানার বাহিরে ছিলাম।তবে মারামারির ঘটনায় অভিযোগ হয়েছে বলে জানতে পেরেছি।

Post a Comment