সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আমেনা সুপার মার্কেট থেকে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের আলোচিত পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দুটি বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে, গেল বছরের ১৬ ফেব্রুয়ারি দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকির হোসেন ওরফে পলিথিন জাকির ও জসিম গ্রপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল মোতালেবের ছেলে পারভেজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওই ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই হৃদয় মিয়া বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ্যসহ ৬১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে দুপুরে সোনারগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আলমগীর কবির নামে আসামীকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment