সোনারগাঁও দর্পণ :
আর্থিক আর মানসিকভাবে দুর্বল ব্যাক্তি কখনো সমাজ সেবা করতে পারেনা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশরাফ উদ্দিন। সম্প্রতি সোনারগাঁও দর্পণ’র সাথে একান্ত আলাপচারিতায় এ মন্তব্য করেন তিনি।
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের এক সম্ভ্রান্ত নিন্ম মধ্যবিত্ত মুসলিম পরিবার জন্ম নেওয়া আশরাফ যেভাবে সততা, আদর্শ, শ্রম, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে শত প্রতিকূলতা পেরিয়ে একজন সফল ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন, ঠিক তেমনিভাবে সততা, আদর্শ, শ্রম, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সমাজ সেবায় অবদান রেখে অন্ততপক্ষে নিজ ইউনিয়নের সকল শ্রেণিপেশার মানুষের মনিকোঠায় অমর হয়ে থাকতে চান।
তিনি বলেন, একজন ব্যক্তি যদি আর্থিক ও মানসিকভাবে দূর্বল হয়, তাহলে তিনি কোন দিন সমাজ সেবা করতে পারবেন না বলেই আমি মনে করি। কারণ শুধু টাকা থাকলেই হবে না, টাকা খরচ করার মতো মানসিকতাও থাকতে হবে। আবার সমাজের জন্য কিছু করার মানসিকতা অনেকের আছে, কিন্তু টাকা নেই। সে ক্ষেত্রেও কিন্তু সমাজ সেবা করতে পারবে না। কারণ সমাজ সেবা করতে গেলে টাকারও প্রয়োজন।
তিনি বলেন - আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় অনেক দিয়েছেন। আমি আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান। আমি ইচ্ছা করলে ব্যবসাতেও টাকা ইনভেস্ট করে ব্যবসা বাড়াতে পারি। কিন্তু চিন্তুা করেছি, করবো না। সমাজ সেবার মাত্রাটা বাড়াব। আর মানুষের কাছে যাওয়ার, তাদের মুখ থেকে সুখ-দুঃখের কথা জানার একমাত্র উপায় নির্বাচন। কারণ, সমাজে মধ্যসত্বভোগীর অভাব নাই। আমি রাজনীতি বুঝিনা, রাজনীতি করি না। আর আমি কোন মিথ্যা আশ^াসও দেইনা। যা পারবো, তাই বলবো।
জনপ্রতিনিধি হওয়া উপর ওয়ালার কাছ থেকে আসে নেয়ামত স্বরূপ। আমি চাই, আল্লাহপাক যদি আমাকে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ ভবিষ্যত চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে সরকারি অর্থের সাথে নিজের ব্যবসার আয়ের টাকা দিয়ে ইউনিয়নটাকে একটি মডেল ইউনিয়ন করার। উন্নয়ন কিভাবে করতে হয় আমি জানি।
একজন চেয়ারম্যান সরকারি যে বেতন পান, আর তার যে আয় সে টাকা আমার ব্যক্তিগত বা পারিবারিক কোন কাজে বিনিয়োগ করবো না। শুধুমাত্র সমাজ সেবা করে আমি অমর হতে চাই। আমি যেন মৃত্যুর পরও অনেক দিন বেঁচে থাকতে পারি।
তাই, দল-মত নির্বিশেষে আমি মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকল বয়সী ও সকল শ্রেণিপেশার মানুষের ভালবাসা ও আন্তরিক দোয়া চাই।
Post a Comment