Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


সোনারগাঁও দর্পণ :

মোফাস্সির (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার আহাম্মদীয়া উলুম মাদ্রাসায় দুপুরে এ ঘটনা ঘটে।

সনমান্দি এলাকার একটি সূত্র জানায়, মৃত্যু হওয়া শিশুটি সনমান্দি এলাকার সোনারকান্দি গ্রামের আবু তালেবের ছেলে। প্রতিদিনের মতোই মাদ্রাসায় ছিল। দুপুরে মাদ্রাসার গোসলখানায় কাপড় রাখার পাইপে নিজের পায়জামা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। সূত্রটি আরও জানায়, মোফাস্সির মাদ্রাসায় লেখাপড়া করতে রাজি ছিলনা। তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে পরিবারের সদস্যরা মাদ্রাসায় ভর্তি করেন। তবে আত্মহত্যা কি বা কিভাবে আত্মহত্যা করে তা এই বয়সের একটি শিশুর পক্ষে জানা অসম্ভব বলে দাবি করে ওই সূত্র। তার দাবি এর সুষ্ঠু তদন্তের।

এ বিষয়ে সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম খান জানান, পরিবারের কেউ আমাদের অবগত করেনি। হাসপাতাল কর্র্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠাই। সেখানে সুরতহাল রিপোর্ট অনুযায়ী এই মৃত্যুটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আর পারিবারিকভাবেও কোন অভিযোগ করতে রাজি না হওয়ায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget