Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে পূজা পরিচালনা কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময়


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলা পূজা কমিটির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন শ্রী গৌড় নিতাই মন্দিরে সোনারগাঁও জোনের দায়িত্বে থাকা মেজর জুবায়ের (পিএসসি)’র সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মের নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় সনাতন ধর্মের নেতারা পূজা উদযাপনে বেশ কিছু সমস্যা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। 

সমস্যাগুলো শুনে মেজর জুবায়ের আসন্ন দুর্গাপূজা নিরবিচ্ছন্ন নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে পালন করতেই সভার আয়োজন জানিয়ে তাদের সমস্যাগুলো সমাধানে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করবে বলে আশ^স্ত করেন।

সমস্যাগুলোর মধ্যে পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা, পূজা চলাকালীন সময় মন্ডপের আশেপাশে উচ্চস্বরে কোন গান-বাঁজনা না করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা বসিয়ে মনিটরিং করা, পূজা চলাকালিন সময় দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনীর টহল বৃদ্ধি, পানাম সিটিতে অবস্থিত মন্দিরটিকে ঘিরে সনাতন ধর্মের ব্যক্তিদের সাথে প্রতœতত্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করা, মাদকের ব্যবহার বন্ধ করা, রাত ১০টার মধ্যে পূজা কার্যক্রম শেষ করা, যে কোন সমস্যার সৃষ্টি হলে সেনাবাহিনী তাৎক্ষণিত সে সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং শান্তিপূর্ণভাবে পূজা উৎসব কার্যক্রম পরিচালনা করতে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করার চেষ্টা করা হবে বলে আশ^স্ত করেন। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget