সোনারগাঁও দর্পণ :
অজ্ঞাত এক যুবকের মরদেহ (পুরুষ) উদ্ধার করেছে সোনারগাঁও নৌপুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার কিছু আগে উপজেলার মেন্দিভিটা এলাকার পাশে মেনীখালী নদীতে ভাসমান অবস্থা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
এরআগে, সকাল ১০টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা সোনারগাঁও থানা পুলিশকে খবর দেয়। সোনারগাঁও থানা পুলিশ বিষয়টি নৌপুলিশকে অবহিত করলে বিকাল ৫টার দিকে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সোনারগাঁও নৌ পুলিশের একটি সূত্র জানান, কিছুক্ষণ আগে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ফুলে পচন ধরে গেছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে, সকালে লাশটি দেখে পুলিশকে জানানোর প্রায় ৭ ঘন্টা পর উদ্ধার কাজে আসায় স্থানীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
Post a Comment