সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের দুটি ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। সোমবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি বিলুপ্তকরা ইউনিয়ন দুটি হলো সাদিপুর ও নোয়াগাঁও।
বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কমিটি দুটি বিলুপ্তির কারণ হিসাবে দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ ও দলে অনুপ্রবেশকারীদের ঢুকতে সহায়তা প্রদানকে উল্লেখ করা হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা ও অনুপ্রবেশকারীদের আধিক্য বৃদ্ধিতে সহযোগিতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলার সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
Post a Comment