সোনারগাঁও দর্পণ :
গত ৫ আগস্ট চতুর্থবারের মতো দেশ স্বাধীনের পর যারা লুটপাট-ভাঙচুর, নৈরাজ্য করেছে তারাই ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছে। বিগত সরকার যেভাবে গণহারে মামলা দিয়ে সাধারণ জনগণ, ওলামায়ে কেরামদের হয়রানি করেছিল, ঠিক তেমনি ভাবে বিএনপি নিরীহ মানুষদের উপর মিথ্যা মামলা দিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে। আর তাদের এ কর্মকান্ড কোনভাবেই তৌহিদ জনতা মেনে নিবে না। তাদেরকে যেকোনোভাবেই হোক প্রতিহত করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন চরমোনাই পীর।
‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’ এ শ্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও শাখার আয়োজনে সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ডে বিভিন্ন দাবি আদায়ে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারী উচ্চারণ করেন।
দেশে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোর বিকল্প নাই জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম আরও বলেন, বিএনপি নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে স্বার্থ হাসিলের যে অপচেষ্টা করছে, তা তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না।
রাজনৈতিক এ সংগঠনটির সোনারগাঁও থানার সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, দেশ থেকে এক স্বৈরাচার সরকারের পতন হয়েছে আর একজন আসার জন্যে প্রস্তুতি নিচ্ছে। যা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
পদ্মা সেতু নিজেদের টাকায় নির্মাণ করা হয়েছে বলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যা প্রচার করেছিল তা সম্পূর্ণই মিথ্যা দাবি করে তিনি বলেন, যদি নিজের টাকাতেই পদ্মা সেতু হতো তাহলে পদ্মা সেতুর প্রথম কিস্তির টাকা পরিশোধের সময় আসে কিভাবে, প্রশ্ন রাখেন তিনি। চরমোনাই পীর তার বক্তব্যে কঠোর সমালোচনা করেন বিগত সরকারের দ্বারা ব্যাংকে রাখা সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশের পাচার করার বিষয়ে।
এসময় গণসমাবেশে জুলাইয়ে হত্যাকান্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানান তিনি।
এ সভায় ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী ইমদাদুল হাসেমী, ইসলামী যুব আন্দোলন এর জেলা সভাপতি মুহাম্মদ যুবায়ের হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আশরাফ আলী এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment