সোনারগাঁও দর্পণ :
অবশেষে পর্দা উঠছে করোনা এবং অমিক্রম প্রাদুর্ভাব রোধে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ মেলা। আগামী ২২ ফেব্রুয়ারী সোনারগাঁও জাদুঘর কম্পাউন্ডে এ মেলা শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হোসাইন জানান, গত ২২ জানুয়ারী মেলা শুরু হওয়ার সকল প্রস্তুতি থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ায় তখন মাসব্যাপী লোকজ মেলার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল এবং অবস্থার উন্নতি হলে মেলা হবে বলেও ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সভায় পূণরায় স্থগিত হওয়া লোকজ মেলা শুরু করার সিদ্বান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
Post a Comment