সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাগ রনি’র ডাকে সাড়া দিয়ে ২১আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি করেছে হাজারো তরুণ। শনিবার (২১আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধনের মাধ্যমে বিচারের এ দাবি জানান প্রায় দুই হাজার যুবক।
এরআগে, ইউনিয়নের মোগরাপাড়া বাজারে অবস্থিত মোগরাপাড়া ইউনিয়ন ভ‚মি অফিস মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মো. সোহাগ রনি'র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোহাগ রনি’র বাবা সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ জামাল তোতা। বিশেষ অতিথি ছিলেন, সোহাগ রনি’র চাচা বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে সোহগ রনি বলে, ২০০৪ সালের ২১ আগস্ট ছিল দেশের ইতিহাসের আরও একটি কলঙ্কময় অধ্যায় রচনা করে তৎকালীণ বিএপি-জামায়াত জোট সরকার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা যেভাবে তৃপ্তির অট্টহাসি হেঁসেছিল ঠিক তেমনি ২০০৪ সালের ২১ আগস্টও আরও একটি ১৫ আগস্ট মিশন সফলের প্রায় দারপ্রান্তে ছিল বিএনপি-জামায়াত জোট। সে দিন বিএনপি-জামায়াত জোট সরকারের বর্বরতার বিরুদ্ধে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে তৎকালীণ সরকারের মদদে নারকীয় গ্রেনেড হামলায় ঘটনাস্থলে ১৬ জনসহ মোট ২৪ জনের প্রাণহানি হয়। যাদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমানও ছিলেন।
সোহাগ রনি বলেন, ১৭ বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনার বিচার কাজ এখনো যেভাবে চলমান, ঠিক একইভাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রও চলমান। তাই ষড়যন্ত্রকারীদের পথরোধ করতে অনতিবিলম্বে বিচার কাজ শেষ করে দোষিদের দৃষ্টান্তমূলখ শাস্তি দিলেই কেবল ষড়যন্ত্রকারী থামবে বলে জানান সোহাগ রনি।
Post a Comment