সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে পেপার মিলে গভীর রাতে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মিলের ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। ৪ জনের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। ৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আল নূর পেপার মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার ওসমান গণি জানান, মিলের গ্যাসের রাইজার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। কোন কারণে গ্যাস রাইজারে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পরে। আগুন লাগার কারণ জানতে অনুসন্ধান চলছে। অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হোন।
স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার এম এম মনিরুজ্জামানের ছেলে এম এম মোস্তাক আহমেদ (৪২), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকার শামস উদ্দিন আকন্দ’র ছেলে আসাদুজ্জামান (৩২), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল এলাকার আজিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৫৩) এবং কুমিল্লা জেলার মেঘনা থানার আ. মজিদ মাষ্টারের ছেলে ফারুক হোসেন (৫২)। দগ্ধরা সবাই নিরাপত্তা কর্মী।
এদিকে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, গ্যাসের রাইজার থেকে আগুন লাগতে পারে। তবে এখনি নিশ্চিত নয়। তদন্ত হচ্ছে। তদন্ত শেষে কারণ জানানো যাবে।
Post a Comment