কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে ! কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোববার (৪ জুলাই) রাতে করোনা ভাইরাসে চলমান লকডাউনের সময়সীমা বাড়ানোর প্রস্তাবের পক্ষে গণমাধ্যমের কাছে যুক্তি তুলে ধরায় এমন আশঙ্কা করা হচ্ছে।
কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলেন। তারা সুপারিশে বলেছিলেন, করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন দিতে হবে। তা সম্ভব না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।
এর আগে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এ বিষয়ে গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনও জারি করা হয়।
Post a Comment