৯৬০ পিচ ইয়াবাসহ কাওছার মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। বৃহস্পতিবার উপজেলার দুধঘাটা চৌরাস্তার মোড় সাকিব ষ্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাওছার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব দুধঘাটা এলাকা থেকে আসামীকে ৯৬০ পিছ ইয়াবা টেবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment