সোনারগাঁও দর্পণ :
কঠোর লকডাউনে প্রথমে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। লকডাউনে যে সকল প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত তাতে যোগ হয়েছে ব্যাংক। বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে আজ (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো একটি চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠি পাওয়ার পর সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখান থেকে জারি করা বিজ্ঞপ্তি দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তবে অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলি সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে। এছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে।
Post a Comment