Best Viral Premium Blogger Templates

সুতার ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা, সোনারগাঁও থেকে ৪ বস্তা ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

Wednesday, March 15, 2023 | March 15, 2023 WIB Last Updated 2023-03-15T20:40:14Z


সোনারগাঁও দর্পণ:

সোনারগাঁও থেকে ৪ বস্তা ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। 

বুধবার (১৫মার্চ) ভোর ৬ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ার নগর ( কাদির নগর বাগান বাড়ি) এলাকা থেকে উদ্ধার করা হয়। তথ্য স্থানীয় এলাকাবাসী।

অভিযানে আসা ডিবি পুলিশের বরাত দিয়ে এলাকাবাসী জানায়, গোয়েন্দা পুলিশ নারায়ণগঞ্জ শাখা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদরের ১২১/৬ কে বি সাহা সড়কের আমলা পাড়া এলাকার মৃত আসলাম মন্ডলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মাজেদকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার জড়িত থাকার স্বীকারও করে। 

এমন কি মাজেদ সুতার ব্যবসার অন্তরালে দীর্ঘদিন যাবত মাজেদ মাদম ব্যবসা করে আসছে বলেও ডিবির কাছে স্বীকার করে। সম্প্রতি ফেন্সিডিলের বড় একটি চালান আনে এবং ওই চালানে আসা ফেন্সিডিলগুলো সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত আবু তাহের (মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব)'র বাড়ি একটি ভাড়া রুমে আছে বলে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করে। 

তার এমন স্বীকারোক্তির উপর ভিত্তি করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি একটি দল মাজেদকে সাথে নিয়ে বুধবার ভোরে আবু তাহেরের বাড়ির নিচ তলায় ভাড়া নেয়া মাজেদের সুতার গোডাউন থেকে ৪ বস্তা ফেন্সিডিল উদ্ধার করে। 

তবে ৪ বস্তায় কি পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে তা জানাতে না পারলেও এলাকা বাসির ধারণা প্রায় সহস্রাধিক ফেন্সিডিল থাকতে পারে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ  ডিবি পুলিশের ওসি আলমগীর হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সুতার ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা, সোনারগাঁও থেকে ৪ বস্তা ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

Trending Now

Advertisement