Best Viral Premium Blogger Templates

একটি মহল আমাকে ছোট বদি বানাতে চাচ্ছে - এসকে সজিব

Saturday, February 18, 2023 | February 18, 2023 WIB Last Updated 2023-02-18T16:24:35Z


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ - ৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে ঈঙ্গিত করে মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সজিব বা এসকে সজিব অভিযোগ করেছেন, একটি কুচক্রি মহল তাকে মাদক সম্রাট ও ছোট বদি বানাতে চেষ্টা করছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী  ) বিকালে সোনারগাঁও উপজেলার চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে সজিব জানান, ১৮  ফেব্রুয়ারী শনিবার নারায়ণগঞ্জ জেলার স্থানীয় কিছু পত্রিকায় তাকে সোনারগাঁওয়ের মাদক সম্রাট  এবং ছোট বদি খ্যাতাব দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে এ জনপদের মাদক ব্যবসা তিনিই নিয়ন্ত্রণ করেন। যে সংবাদকে তিনি (সজিব) ভীত্তিহীন, ষড়যন্ত্র মুলক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তিনি আরও জানান, এরআগে গত ১৫ ফেব্রুয়ারী সোনারগাঁওয়ে মাদক বিরোধী এক আলোচনা সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের উপস্থিতিতে সোনারগাঁওয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা “সোনারগাঁওয়ে ছোট বদি নামে নতুন এক মাদক সম্রাটের  আবির্ভাব হয়েছে বলে বক্তব্যের একটি অংশে উল্লেখ করেন। অথচ তিনি (সাংসদ লিয়াকত হোসেন খোকা) একবারও ছোট বদি হিসেবে নাজমুল ইসলাম সজিবের নাম বলেননি। অথচ পত্রিকার মাধ্যমে একটি মহল তাকে (সজিব) ছোট বদি এবং মাদক সম্রাট  হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান সজিব দাবি করেন, তিনি কখনো মাদক ব্যবসা করেননি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন দিন তাকে মাদকসহ গ্রেফতারও করেননি। তাকে এক সময় আরমান হত্যা মামলায় আসামী করা হলে মাননীয় আদালত তাকে বেকসুর খালাস দেন। 

এ সময় তিনি তার আরও দুই সহকর্মী এবং উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র বিরুদ্ধেও মিথ্যা সংবাদ প্রকাশ করার নিন্দা জানান এবং সত্যিকারের মাদক সম্রাট  ছোট বদি’কে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির প্রতি আহŸান করেন।

উল্লেখ্য, গত ১৫  ফেব্রুয়ারী সোনারগাঁওয়ে মাদক বিরোধী এক আলোচনা সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের উপস্থিতিতে সোনারগাঁওয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা “সোনারগাঁওয়ে ছোট বদি নামে নতুন এক মাদক সম্রাটের আবির্ভাব হয়েছে বলে বক্তব্যের একটি অংশে উল্লেখ করার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার হলে তা সোনারগাঁওয়ের টক অব দ্যা সিটি’তে পরিণত হয়। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • একটি মহল আমাকে ছোট বদি বানাতে চাচ্ছে - এসকে সজিব

Trending Now

Advertisement