Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সোনারগাঁও স্বাস্থ্য কথা


সোনারগাঁও দর্পণ :

চলতি মাস (জুলাই) এর শেষের দিকে শিশুদের করোনা টিকা দেয়া শুরু হতে পারে বলে আশা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এবিএম খুরশিদ আলম। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। 

তিনি আরও বলেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা আলাদা। এটা পয়েন্ট টু এমএল’র ডোজ। এর ভায়াল আর সিরিঞ্জও আলাদা। চলতি মাসে বেশ কিছু ভায়াল আর টিকার সিরিঞ্জ আসবে। আশা করছি চলতি মাসের শেষের দিকে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেয়ার কাজ শুরু করা যাবে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে। শুধু শিক্ষা মন্ত্রণালয়ই নয়, সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং হবে। তারপর প্রথমে ঢাকা থেকে কাজ শুরু করব। পর্যায়ক্রমে সারাদেশেই দেয়া হবে। 



সোনারগাঁও দর্পণ :

আজ মঙ্গলবার (১৯ জুলাই) সারাদেশে পালিত হবে বুস্টার ডোজ দিবস। দেশে নতুন করে যেন করোনার প্রকোপ বাড়তে না পারে সে কারণেই এ সিদ্ধান্ত নেয় সরকার। ফলে শুধু একদিনেই মোট ৭৫ লাখ মানুষকে এ ডোজের আওতায় আনার লক্ষ্য রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। এই সিদ্ধান্তনুযায়ী দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ বছরের বেশি যেন কোন ব্যক্তি এ বুস্টার ডোজ গ্রহণ করতে পারবে। 

বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার হবে। এ বিষয়ে সোমবার (১৮ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, বুস্টার ডোজ ক্যাম্পেইন চলাকালে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাগুলোর ওয়ার্ড পর্যায়েও কেভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হবে। একদিনে সারাদেশে ৬২৩টি স্থায়ী এবং ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে এ টিকা দেয়া হবে। 

বুস্টার ডোজ ভ্যাকসিন নেয়ার জন্যে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে (কোভিড -১৯ টিকার কার্ড) নিকটবর্তী টিকাদান কেন্দ্র থেকে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যেকোন কোভিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকা প্রহিতার আর কোন ঘর নেই। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। 



সোনারগাঁও দর্পণ :

আগামীকাল (১৯ জুলাই) মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সমস্যা সমাধানে এ সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক জরুরী সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ ও  জ্বালানি প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বিপু। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও  জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী , সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আরও জানানো হয়, লোডশেডিং এর সময় সূচী আগে থেকেই নির্দিষ্ট এলাকায় জানিয়ে দেয়া হবে যাতে কোন সমস্যা না হয়। তবে, রোডশেডিং বেশি সময় থাকবে না। এক থেকে দুই ঘন্টা থাকবে।
এছাড়া দেশের প্রতিটি মসজিদের এসি, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে সরকার। আর সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও  জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেন, আসলে জ্বালানি তেল দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর লোকসান কমাতে জেলা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে বিদ্যুতের উপর বাড়তি চাঁপ পড়বে। তাই লোডশেডিং এর এ সিদ্ধান্ত। তবে, এ লোডশেডিং সাময়িক সময়ের জন্য। 



সোনারগাঁও দর্পণ :

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মন্ত্রী বলেন, বন্যার কারণে অরেক শিক্ষার্থীর বই পানিতে ভেসে যায়। ফলে লেখাপড়ার বেঘাত ঘটনায় আগস্টের মাঝামাঝিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থাকলেও সম্ভব না। কারণ তখনও বন্যার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। তাই সকলের সাথে আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরের এই তারিখটাই নির্ধারণ হয়।  

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচ এসসি পরীক্ষা শুরু হবে এসএসসি শেষ হওয়ার মাস দুই পর। বিগত দিনে এসএসসি শেষ হওয়ার পরেই এইচএসসি নেয়া হতো। কিন্তু এবার নেয়া হবে এসএসসি শেষ হওয়ার ৪৫ দিন পর। 

তিনি আরও জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন শিক্ষার্থী আছে। এছাড়াও দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। চলতি মাসের মধ্যেই পরীক্ষার আয়োজন সম্পন্ন হলে রুটিন দেয়া হবে। 



সোনারগাঁও দর্পণ :

দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি ও বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। মারাত্মক আহত নুরুজ্জামান মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



আহত নুরুজ্জামান মোল্লার পারিবারিক সূত্র জানায়, স্থানীয় শেখ জামাল স্কুলে এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার সময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে স্থানীয় কামতাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাইয়ুম, শরীফ, বাবু, শাহজাহান ও জাকিরসহ ৮ থেকে ১০ জনের একটি দল। অপহরণের সময় অপহৃত হতে যাওয়া ওই ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয়রা জড়ো হলে সন্ত্রাসীরা অপহরণে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে আসলে অপহরণের চেষ্টার কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ চালক শফিককে আটক করে কামতাল পুলিশ। ছাত্রী অপহরণ ও মাইক্রোবাস জব্দের সংবাদ পেয়ে মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লা ঘটনাস্থলে যান। ঘটনার আদ্যপান্ত জেনে মটরসাইকেলে ফেরার সময় অপহরণের সাথে জড়িত সন্ত্রাসীরা নুরুজ্জামান মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা করে।


তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে কামতাল তদন্ত কেন্তদ্র পুলিশ গিয়ে সাংবাদিক নুরুজ্জামান মোল্লাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠায়। অবস্থা বেগতিক দেখে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত সাংবাদিক নুরুজ্জামান বর্তমানে সেখানে চিকিৎসাধীন। 

বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, সাংবাদিককে কুপিয়ে আহত এবং অপহরণের ঘটনায় ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। অপহরণের বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আশাকরি চালক আর অভিযোগের সূত্র ধরে খুব অল্প সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরর দড়িকান্দি বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক রাহাত নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো। এছাড়া আনান নামে তাদের আরো এক বন্ধু একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।  



এরআগে মাহিমা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাহিমার বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া হলে তারা ঢাকার ডেমরা এলাকায় বসবাস করতো। মাহিমার বাবা মাহফুজুর রহমান চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি প্রাইভেট ক্লিনিকের মালিক বলে জানাগেছে।

সূত্র জানায়, গাড়ি চালক রাহাত, মাহিমা, সাইফুল, আনান ও কাজী প্রাইভেটকারে ছিল। তাদের পিছনে হাইএক্সে তাদের আরো ৩/৪ বন্ধু ছিল। রাহাত এরআগে সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসেনি। তাই ভুল করে অন্য পথে চলে যায়। পরে সঠিক পথে যেতে ইউটার্ণ নেয়ার সময়  সুরমা নামে নোয়াখালী-ফেনী রুটের একটি যাত্রীবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। 



সোনারগাঁও দর্পণ :

যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পানাম সিটি ঘুরতে যাওয়ার সময় সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 



এছাড়া একই দুর্ঘটনায় নিহত মাহিমার আরও তিন সঙ্গী আনান, কাজী ও রাহাত আহত হয়েছে। নিহত মাহিমা ও তার বন্ধুরা ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত মাহিমা সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মাহ্ফুজুর রহমানের মেয়ে। 

মাহিমার পারিবারিক সূত্র জানায়, ঈদের ছুটি উপলক্ষে দুটি প্রাইভেটকারে করে তারা রাজধানীর আফতাব নগর থেকে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহনকারী গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় আসলে ঢাকা মুখি যাত্রীবাহি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই প্রাইভেটকারে থাকা সবাই আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget