সোনারগাঁও দর্পণ :
যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পানাম সিটি ঘুরতে যাওয়ার সময় সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া একই দুর্ঘটনায় নিহত মাহিমার আরও তিন সঙ্গী আনান, কাজী ও রাহাত আহত হয়েছে। নিহত মাহিমা ও তার বন্ধুরা ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত মাহিমা সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মাহ্ফুজুর রহমানের মেয়ে।
মাহিমার পারিবারিক সূত্র জানায়, ঈদের ছুটি উপলক্ষে দুটি প্রাইভেটকারে করে তারা রাজধানীর আফতাব নগর থেকে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহনকারী গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় আসলে ঢাকা মুখি যাত্রীবাহি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই প্রাইভেটকারে থাকা সবাই আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন।


Post a Comment