সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে মধ্যরাতে র্যাবের অভিযানে পিরোজপুর ইউপির সাবেক সদস্যের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে র্যাব ১১ এর সদস্যরা। এ সময় ওই অভিযানে সোনারগাঁওয়ের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সাকিব বাহিনীর প্রধান সাকিব, তার সেকেন্ড ইন কমান্ডখ্যাত ডাকাত সাদ্দাম ও অনতম্য সদস্য মনির মেম্বার এবং তার ছেলে বাবু এবং ডাকাত শহিদুল্লাহসহ কমপক্ষে দশজনকে আটক করেছে।
রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী গ্রামে ইউনিয়নটির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
(ভিডিও দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন)
https://www.facebook.com/share/v/16vUAqW3Pf/
নাম প্রকাশে সোনারগাঁও দর্পণ এর একটি বিশ্বস্ত সূত্র সকাল সোয়া দশটার দিকে এমন তথ্য জানায়।
সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১২ এবং ২০ আগস্ট উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও হাবিবপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য টিকিয়ে রাখতে প্রতিপক্ষ পিয়েল গ্রুপের লিজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন করা এবং আঁকাশকে কুপিয়ে হত্যা ঘটনার পর থেকে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট ছোট কোরবনপুর এলাকার রাসেল ও হাবিবপুরের সাকিব গ্রুপের এ সকল সন্ত্রাসীরা পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদে র্যাব -১১ এর একটি দল রবিবার ভোরে অভিযান চালিয়ে মনির মেম্বার, তার ছেলে বাবু এবং ডাকাত সাদ্দামসহ কমপক্ষ ৮/১০ জনকে আটক করতে সক্ষম হয়। অভিযানের সময় অস্ত্রের পাশাপাশি প্রচুর পরিমাণে গাঁজাও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক তথ্য জানানোর কথা রয়েছে বলে সূত্রটি জানায়।
Post a Comment