Halloween Costume ideas 2015

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের জরুরী বিভাগের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকালের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোন এক সময় নব জাতকটিকে কেউ টয়লেটের কমডে গোপনে ফেলে রেখে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালের নিরাপত্তাকর্মী তাইজুল ইসলাম বুধবার রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার সকাল ১০/১১টার দিকে টয়লেট ধুঁয়ে পরিস্কার করে বাড়ি চলে যায়। সারাদিন সে টয়লেট ব্যবহার করলেও কোন সমস্যা হয়নি।

শুক্রবার দুপুরে হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর টয়লেট ব্যবহারের পর পানি ব্যবহার করার পর পানি না সরে যাওয়ায় নিরাপত্তাকর্মীদের ওপর রাগ হয়। পরে লোক এনে অনেক চেষ্টার পরও পানি না সরায় সন্দেহ হলে কারণ খোঁজ করলে মরদেহটির সন্ধান পায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

পরে থানা পুলিশেকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে সোনারগাঁও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথি’র সাথে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, যেহেতু হাসপাতালের কোন রোগির নবজাতক হারায়নি বা হাসপাতালের কোন রোগি এ ঘটনা ঘটিয়েছে এমন কোন কারণও ঘটেনি সেহেতু হয়তো বৃহস্পতিবার বিকালের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোন এক সময় নব জাতকটিকে অন্যকোন জায়গা থেকে এনে কেউ এ টয়লেটের কমডে গোপনে ফেলে রেখে যেতে পারে।  


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget