সোনারগাঁও দর্পণ :
মাত্র ১৪ দিনের ব্যবধানে একই এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের বড় সাদিপুর গ্রামের বাসিন্দা রেস্তোরা ব্যবসায়ী জামালের ছেলে আরফানের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিলে আশপাশের লোকজন ঐক্যবদ্ধভাবে আরফানের পাশে দাড়ায়। এ সময় দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেওয়ার সময় স্থানীয় মুরুব্বিরা আইন হাতে না তুলে নেয়ার অংশ হিসেবে রক্ষা করে। এ সুযোগে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
রবিবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তারাবিহ নামাজের সময় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
গ্রামে ডাকাত পড়েছে, মসজিদের মাইকে এমন ঘোষণা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে, বড় সাদীপুর, লেবুছড়া, দলদার, ষোলপাড়া, বিশেষখানা আমতলাসহ ৫/৬ গ্রামের নারী-পুরুষ, যুবকসহ বিভিন্ন বয়সের শতশত মানুষের জটলা। প্রায় সকলের হাতেই দেশীয় অস্ত্র-সস্ত্র। ছিনতাইকারীদের হাতের কাছে পেয়ে এলাকার মুরুব্বিদের জন্য কিছু করতে না পারার আক্ষেপে কেউ কেউ মুরুব্বিদের দোষছেন।
অপরদিকে, পাঞ্চায়েতের পক্ষ থেকে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন একজন।
বক্তব্য থেকে জানাগেছে, বড় সাদিপুর গ্রামের বাসিন্দা রেস্তোরা ব্যবসায়ী জামালের ছেলে আরফান বাড়ি যাওয়ার সময় তার কাছ থেকে বিশেষ খানা গ্রামে সাত হাজার পাঁচশত টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় একদল ছিনতাকারী।
আরফান তার গ্রামে গিয়ে এ ঘটনা জানালে মসজিদের মাইকে এলাকাবাসী আবারও এলাকায় ডাকাত পরেছে বলে ঘোষণা দিলে ৫/৬ গ্রামের মানুষ বড় সাদিপুর বালু মাঠে জড়ো হয়। তারা ঐক্যবদ্ধ হয়ে ঘটনাস্থল বিশেষখানা গ্রামে যান। সেখানে ছিনতাইকারীদের পেয়ে গণপিটুনি দেয় এলাকাবাসী ।
এ সময় ছিনতাইকারীদের চিনে ফেলায় স্থানীয় মুরুব্বিরা গণপিটুনির হাত থেকে ছিনতাইকারীদের রক্ষা করে তাদের পরিবারকে খবর দেয়। ছিনতাইকারীর পরিবারের লোকজন তাদের সন্তানদের সকলের সামনে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
তবে, ছিনতাইকারী কারা এমন প্রশ্নে স্থানীয়রা নাম প্রকাশ থেকে বিরত থাকে এবং আগামীকাল সোমবার (২৪ মার্চ) বাদ জোহর বড় সাদিপুর ঈদগাঁহ এ ৫/৬ গ্রামের মানুষ, ছিনতাইকারীদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিচার করা হবে স্থানীয় তিনজন জন প্রতিনিধি ও পাঁচ গ্রামের পাঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে এমন ঘোষণা দেয়।
পরে সবাই বাড়ি চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এরআগে, গত ৮ মার্চ মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া আমতলায় ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটায়।
Post a Comment