সোনারগাঁও দর্পণ :
বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর পাশে যেকোন কাজে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্পী সমিতি।
শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি, পরিচালক, অভিনেতা ডিএ তায়েব মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।
দেশের দু’জন স্বনামধন্য খ্যাতিমান অভিনয় শিল্পীর মেয়ের সাথে যে আচরণ করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে ডিএ তায়েব বলেন, লামিয়াকে নির্যাতন করে সন্ত্রাসীরা আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন তা মোটেও ঠিক হয়নি বলে জানান তিনি।
লামিয়া যদি কোন অপরাধ করে তার জন্য দেশে আইন আছে। সে আইনে তার বিচার হবে। কিন্তু একজন মেয়ের শারীরিক নির্যাতন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছেন।
শিল্পী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে যা যা করণীয় সে সম্পর্ক সংশ্লিষ্টদের সাথে আলাপ করে করা হবে বলেও জানান ডিএ তায়েব।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী লামিয়া তার মা (প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি)’র গ্রামের বাড়ি সোনারগাঁওতে তাদের পারিবারিক জমি দখল করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী তার উপর পরিকল্পিতভাবে লাঠি, দেশীয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে তার উপর নির্মম হামলা করে। যাতে তিনি গুরুতর আহত হোন।
Post a Comment