সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্থানীয় দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একই অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত শহিদ সরকারের বোন লিপি আক্তার, রূপালী ওরফে আছিয়া আক্তার, রিনা আক্তার, ভাই মনির হোসেন ও পনির হোসেনকে একই অভিযোগের সত্যতা পাওয়ায় সোনারগাঁও সাব-রেজিষ্টার অফিস থেকে বন্দর ও ফতুল্লা সাবরেজিষ্ট্রি অফিসে বদলী করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ এনে গত বছরের ১ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে একই অফিসের দলিল লিখক গাজী কামাল হোসেনের করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার (৩ ফেব্রুয়ারী) জেলা সাব-রেজিষ্টার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্তদাদেশ দেন।
সোনারগাঁও সাব রেজিষ্টার ও জেলা সাব রেজিষ্ট্রার অফিস সূত্রে জানাগেছে, সোনারগাঁও উপজেলা সাব বেজিষ্ট্রার অফিসের দলিল লিখক গাজী কামাল হোসেন নামে এক দলিল লিখক একই অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও দলিল লিখক শহিদ সরকারের বিরুদ্ধে গত বছরের ১ অক্টোবর দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর একটি তদন্ত কমিটি দল সোনারগাঁও উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসে সরেজমিনে তদন্তে আসে। বিভিন্ন দলিল লিখক ও ব্যক্তিদের সাথে অভিযোগের বিষয়ে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। সে তদন্ত কমিটির সদস্যদের তদন্ত প্রতিবেদন পেয়ে জেলা সাব রেজিষ্ট্রার সোমবার এক আদেশে অভিযুক্ত শহিদ সরকারকে সোনারগাঁও সাবরেজিষ্ট্রার অফিসে তার সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।
পাশাপাশি তার মুল সনদটি বাতিল পূর্বক তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবেনা মর্মে ১৫ কার্য দিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন।
সোনারগাঁও উপজেলা সাব রেজিষ্ট্রার মো. মজিবুর রহমান জানান, শহিদ সরকারের বিরুদ্ধে একটি সাময়িক বরখাস্তের আদেশ কপি আমরা পেয়েছি। সে আদেশ মোতাবেক এ অফিসে তার সকল কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৫জনকে অনত্র বদলি করা হয়েছে।
কি অভিযোগ ছিল শহিদ সরকারের বিরুদ্ধে ?
দলিল লিখক গাজী কামাল হোসেন শহিদ সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগে বলেছেন-শহিদ সরকার একজন দাঙ্গাবাজ লোক। দীর্ঘদিন ধরে তার ভাই ও বোনদেরকে সোনারগাঁও সাবরেজিষ্ট্রি অফিসে লাঠিয়াল বাহিনী হিসেবে বিভিন্ন সময় ব্যবহার করে।
এছাড়া বিগত চার বছর দলিল লিখক সমিতির টাকা আত্মসাৎ, নকল নবিশদের কাছ থেকে দলিল প্রতি একশ টাকা চাঁদা দাবি এবং দাবিকৃত চাঁদা না দিলে মারধর ও প্রাণনাশের হুমকীর অভিযোগ দেওয়া হয়েছে। আর এ সকল অভিযোগগুলো প্রাথমিক অবস্থায় প্রামাণিত হয়।
এ বিষয়ে অভিযুক্ত শহিদ সরকার জানান, একজন অপরজনের বিরুদ্ধে অভিযোগ দিতেই পারেন। অভিযোগের ভিত্তিতে জেলা সাবরেজিষ্ট্রার জবাব দেওয়ার জন্য আমাকে ১৫ কার্য দিবস সময় দিয়েছেন। এর মধ্যেই আমি আমার জবাব দিব।
Post a Comment