সোনারগাঁও দর্পণ :
হান্নান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মীকে গলাকেটে হত্যার অভিযোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
একই সাথে আরও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হান্নান সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার শামসুদ্দীনের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের শামসুদ্দীনের বাড়িতে এনজিও কর্মী ব্যুরো বাংলাদেশের মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা সংগ্রহে যান। এ সময় শামসুদ্দীনের ছেলে হান্নানের সাথে সাজেদুরের কথা কাটাকাটি হয়।
এক পর্যায় সাজেদুরকে ধরে ঘরে নিয়ে গিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় ওই সময় তৎকালীণ বারদী জোনের ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
ওই ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ শেষে আদালত হান্নানের যাবজ্জীবন দেন। একই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
Post a Comment