সোনারগাঁও দর্পণ :
গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পিরোজপুর ও জামপুর ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানা সূত্রে জানাগেছে, আটকৃতদের মধ্যে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্জল শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম ভূইয়া এবং একই এলাকার মৎসলীগ সভাপতি মো. মিছির আলী।
এছাড়াও আরও একজন অন্য একটি মামলায় গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার জেলা আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment