সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে সঞ্চালন গ্যাস লাইন থেকে নির্গত গ্যাস বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছে। গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাঁচপুরের সোনাপুরে লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), মিজান (৩৮), রিপন (৩৮), রাজু ও মো. শাহজালাল।
স্থানীয়রা জানায়, গত সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে তিতাস গ্যাস কোম্পানীর মুল সঞ্চালন লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কাজে ঝাঁলাইয়ের সময় গ্যাস সঞ্চালনের মেইন লাইনে লিকেজ হয়। সে লিকেজে ঝাঁলায়ের আগুন লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শ্রমিক দগ্ধ হোন।
দগ্ধদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জয় নামের শ্রমিকের ২২ শতাংশ এবং সুলতান নামের শ্রমিকের শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানাগেছে।
Post a Comment