সোনারগাঁও দর্পণ :
আখি আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী সাইদুল। গত বৃহস্পতিবার ( ০২ ফেব্রুয়ারী) রাতে এমনই অভিযোগ করেছে আখির পরিবার। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ( ০২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আখি আক্তার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো: ইব্রাহীম মিয়ার মেয়ে।
অভিযুক্ত সাইদুল একই ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রায় ১৫ বছর আগে সাইদুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে হয় আখির। তাদের ঘরে মোট তিন সন্তান রয়েছে। দুই ছেলের মধ্যে অর্নবের বয়স ১২ আর সিয়ামের বয়স ১০ বছর। এছাড়া চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী সাইদুল নানা অজুহাতে তার স্ত্রীকে মারধর করত। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০ টায় অমানুষিক নির্যাতনের একসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে সাইদুর। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম সুমন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে হত্যাকান্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।
Post a Comment