সোনারগাঁও দর্র্পণ :
যথাযথ মর্যাদায় সারাদেশের মতো আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে সোনারগাঁও প্রেসক্লাব। মঙ্গলবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে এবং পরবর্তীতে ভাষা সৈনিকদের সম্মানে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এরই অংশ হিসেবে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে নিহত বীর শহীদদের শ্রদ্ধাস্বরূপ বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানারসহ সকালে প্রভাতফেরীর মাধ্যমে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে প্রেসক্লাবে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় সংগঠনটির সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সহ সভাপতি ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম ( সুমন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য মাসুদ শায়ান, সদস্য হারুন অর রশিদ, সদস্য সদস্য মোঃ মাহবুবুর রহমান, সদস্য মোকাররম মামুম, সদস্য কাজী সেলিম রেজা, সদস্য গিয়াস কামাল, উদীচি সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশসহ সোনারগাঁও প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
Post a Comment