সোনারগাঁও দর্পণ :
দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন পাবনার ছেলে ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার (১২ ফেব্রুয়ারী) রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া একমাত্র মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা পড়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৩ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারী বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সে ক্ষেত্রে আর কোনো প্রার্থী না থাকায় তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার পথে এগিয়ে আছেন। মনোনয়ন প্রত্যাহারের দিনই তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র দাবি করেছে।
এরআগে, সকালে মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি দল প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে যান। সেখানে মনোনয়ন ফরম তোলা ও জমাদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ফলে সবকিছু ঠিক থাকলে দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
Post a Comment