সোনারগাঁও দর্পণ:
ভারতের কলকাতা ও ত্রিপুরা এবং বাংলাদেশে একযোগে প্রকাশ পেয়েছে সোনারগাঁওয়ের সন্তান কবি শাহেদ কায়েসের 'স্বনির্বাচিত কবিতা'র বই। ‘স্বনির্বাচিত কবিতা’ গ্রন্থটি গত সোমবার (৩০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়।
শাহেদ কায়েস জানান, পশ্চিমবঙ্গে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘কবিতা আশ্রম’, বাংলাদেশে প্রকাশক হিসেবে রয়েছে ‘ভাষাচিত্র’ এবং ত্রিপুরা থেকে বইটি প্রকাশ করেছে ‘নীহারিকা’ প্রকাশনি।
কলকাতা বইমেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন কবি রাহুল পুরকায়স্থ, কবি বিভাস রায়চৌধুরী, কবি শামীম শাহান, কবি বনানী চক্রবর্তী, কবি সুস্মিতা বিশ্বাস, গল্পকার সব্যসাচী সরকার, লেখক মারুফ হোসেন, প্রকাশক তীর্থংকর দাস প্রমুখ।
বইটি পাওয়া যাবে কলকাতা বইমেলার 'কবিতা আশ্রম' (স্টল নম্বর ২৫২), এবং 'অভিযান' এর স্টলে (স্টল নম্বর ৩৯৪)।
কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
Post a Comment