বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর যৌথ নেতৃত্বে বিজয় র্যালী বের হয়।
র্যালিটিতে অংশ নেয়া নেতাকর্মীরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের নিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে¢ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশেনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পস্তবক অর্পন করেন। পরে সোনারগাঁওয়ের মুক্তিযোদ্ধাদের শরীরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত লাল-সবুজের উত্তোরিয় পড়িয়ে দেন।
এ সময় সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment