সোনারগাঁও দর্পণ :
আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরআগে, দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা অডিটরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দ্বিতীয় আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবর রহমান, আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, এডভোকেট ফজলে রাব্বি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Post a Comment