সোনারগাঁও দর্পণ :
১৫ জুন সোনারগাঁও উপজেলায় আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সকল প্রকার অস্ত্র বহন, ব্যবহার,মওজুদ ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞারোপ করা হয়।
এতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা জারির পর থেকে আগামী ১৩ দিন কেউ বৈধ অস্ত্র নিয়ে চলাচল, ব্যবহার, বহন, মওজুদ ও প্রদর্শন করতে পারবেনা।
কেউ এ নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ব্যবহৃত অস্ত্র এ আদেশের বাইরে থাকবে।
Post a Comment