সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে পেপার মিলের পাল্পার ট্যাংকিতে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীতে অবস্থিত মেঘনা গ্রপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর পেপার মিলে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ (১৮) রংপুর জেলার কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে ও তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত ছিল।
নিহত শাকিলের দুলাভাই বকুল জানান, বিগত দেড় বছর ধরে শাকিল তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে দৈনিক ১২ ঘন্টা কাজের বিপরীতে ৩৯০ টাকা পাবে চুক্তিতে করছিল। শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে সে নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেড়িয়ে আসলে শ্রমিকেরা লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর মেঘনা শিল্পনগরী এলাকায় তানভির পেপার মিলের সামনে শত শত শ্রমিক ও এলাকাবাসী ভীড় করে। গণমাধ্যমকর্মীরা পেপার মিলের ভেতরে প্রবেশ করতে চাইলেও ঘটনাটি ধাঁমাচাপা দিতে মিলের মেইন ফটক বন্ধ করে দিয়ে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয়।
ঘটনার পর এ বিষয়ে তানভির পেপার মিলস এর কারো সাথে মোবাইলে যোগাযোগ করাও সম্ভব হয়নি।
পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
Post a Comment