সোনারগাঁও দর্পণ :
বেগম খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেন। শনিবার দুপুরে গুলশানে বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপার্সনের সবশেষ শারীরিক অবস্থা বিষয়ে বিফ্রিংকালে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই নতুন করে শুরু হয় শ্বাসকষ্ট। চিকিৎসকরা এনজিওগ্রাম করেন। যাতে তার হার্টে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে রাতেই ব্লকে রিং বসানো হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ভোরে দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এরআগেও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া আড়াইমাস হাসপাতালে থেকে ফেব্রুয়ারী মাসে গুলশানের বাড়ি যান।
Post a Comment