সোনারগাঁও দর্পণ :
প্রতিদিনের মতো অটো নিয়ে বের হয় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে রাজিব মিয়া। তারপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছিলনা তার পরিবারের সদস্যরা। অবশেষে শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সোনারগাঁও উপজেলার কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নৌ-পুলিশ উদ্ধার করে রাজিব মিয়া (৩৫)’র মরদেহ।
সোনারগাঁও থানা পুর্লিশ জানায়, রাজিব মিয়া গত সোমবার তার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বন্দর থানায় সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশের ধারণা, অটোচালক যুবকটিকে হত্যার পর অজ্ঞাত দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়েছে।
Post a Comment