সোনারগাঁও দর্পণ :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দলীয় প্রার্থীকেই কেন্দ্র থেকে মনোনয়ন দিবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বরাত দিয়ে সোনারগাঁও দর্পণকে এতথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। সোমবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল’র সাথে আওয়ামী লীগ সমর্থিত বৈদ্যেরবাজার ইউনিয়নের সদ্য বিজয়ী চেয়ারম্যান আল-আমিন সরকারকে নিয়ে কায়সার হাসনাত দেখা করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী কায়সার হাসনাতকে এ কথা বলেন। মঙ্গলবার রাতে কায়সার হাসনাতের সাথে মোবাইলে কথা বলার সময় সোনারগাঁও দর্পণকে এ তথ্য জানান তিনি।
এক প্রশ্নের জবাবে কায়সার হাসনাত জানান, বিগত পর পর দু’টি জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ একটি আসনে অন্য রাজনৈতিক দলের ব্যক্তিকে সমর্থন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কেউ বুঝেনা উল্লেখ করে কায়সার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কায়সার হাসনাতকে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার দলীয় প্রার্থীকেই কেন্দ্র থেকে সোনারগাঁও আসন থেকে মনোনয়ন দিবেন। আর কোন নেতা দলের জন্য কি কাজ করছে তা হাইকমান্ড খবর রাখছে। তাই কোন চিন্তা না করে বিগত দিনে যেভাবে দলের নিবেদিত কর্মী হয়ে বঙ্গবন্ধুর আদর্শে আর শেখ হাসিনার নির্দেশে দায়িত্ব পালন করেছেন সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে মাঠে কাজ করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
Post a Comment