সোনারগাঁও দর্পণ :
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহ্ফুজুর রহমান কালাম, জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া দিনব্যাপী উপজেলা বিভিন্ন স্থানে নানা বিজয়ানুষ্ঠানে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
Post a Comment