সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও প্রেসক্লাব’র নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আবুবকর সিদ্দিক। এরআগে, শনিবার দিনব্যাপী বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মধ্য দিয়ে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার তত্ত¦াবধানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র নারায়ণগঞ্জ’র সাবেক প্রতিনিধি সাংবাদিক একেএম মাহফুজুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ হোসাইন।
সংগঠনটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন - সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল আই’র রিপোর্টার আক্তার হাবিব, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময় পত্রিকার মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ডেসটিনি খায়রুল আলম খোকন (দ্বিতীয় বার), দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে দৈনিক সংবাদ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাহ্বুবুল ইসলাম সুমন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন ও সামছুল আলম তুহিন।
Post a Comment