সোনারগাঁও দর্পণ :
বন্দরে বাসের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৩ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কিউট ফ্যাক্টরির সামনে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাসের ধাক্কায় হতাহতের এঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের অদূরে অবস্থিত রপ্তানীমুখি পোশাক কারখানা ইপিলিওন এর শ্রমিক মাহমুদা (৩২) ও রাসেল নামে দুই জনকে সনাক্ত করেছে অন্য শ্রমিকরা। এছাড়াও অজ্ঞাতনামা অপরএক নারীও মারা গেছে।
পুলিশ জানান, ইপিলিওন কারখানায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করে। সন্ধ্যায় কারখানা ছুটির পর মদনপুর থেকে ঢাকাগামী একটি মিনি বাস বন্দর স্টিল মিলের সামনে যাওয়া মাত্র সড়ক ও জনপথ বিভাগের একটি গাড়ি ধাক্কা দিলে নাফ বাসের অন্তত ১৩ জন যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
Post a Comment