এরআগে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ সোহাগ রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ-আলম। বিশেষ অতিথি ছিলেন, সোহাগ রনির বাবা ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহজামাল তোতা, স্থানীয় নাট্য পরিচালক ইদ্রিস আলীসহ অন্যান্যরা।
এরআগে, ১৫ আগস্ট উপলক্ষ্যে সোহাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তার নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা করেন। সেখানে তিনি বলেন, যে কোন কাজ সুষ্ঠুভাবে সকলের মতামত নিয়ে করলে তার ফলাফলও ভাল হয় এবং কাজটিও সুন্দর নির্ভেজাল হয়। তা্ই বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্যই মূলত এ আয়োজন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রবিবার সারাদিন ব্যাপি মোগরাপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হবে। পাশাপাশি ৩০ ডেক খিচুরি এক জায়গায় রান্না করে তা ওয়ার্ডের সকল স্থানে বিতরণ করা হবে।
Post a Comment