কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সোনারগাঁও উপজেলার বারদীতে পোল্ট্রীফার্ম ভাঙচুর পরবর্তী মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বারদী ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের সোনা মিয়া ছেলে আমির হোসেন এবং ফারুক মিয়া।
অভিযোগে জানাযায়, কু প্রস্তাবে রাাজি না হওয়ায় উপজেলার বারদী এলাকার প্রবাসী আব্দুল হকের দলরদী পুরান নগর এলাকার পোল্ট্রী খামার ভাঙচুর করে এবং ডিম পাড়ারত প্রায় ৭ লাখ টাকার মূল্যের ৩ হাজার মুরগীসহ খামারের মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনায় প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনকে অভিযুক্ত করে মামলা করেন।
পরে সোনারগাঁ থানা পুলিশ অভিযুক্ত আমির হোসেন ও ফারুক মিয়া নামে দুইজনকে বুধবার রাতে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত দুইজনকেই বৃহস্পতিবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment