সোনারগাঁওয়ে কিছুতেই কমছেনা করোনাক্রান্ত রোগীর সংখ্যা। আজও শতভাগ আক্রান্তের খবর দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় শতভাগ করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার জন্য ২৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৪ জনেরই দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া, মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ৬৫ বছরের এক পুরুষ মারা গেছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনাক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪৭ জন। তবে, সুস্থ হয়েছেন আরো ৫১ জন। সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২২ জনে। আর সুস্থ হয়েছে ১৪৪২ জন। মোট কথা সোনারগাঁওয়ে সুস্থ্যতার চেয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
Post a Comment